খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ঐতিহাসিক ছয় দফাকে বাঙালীর মুক্তির সনদ হিসেবে উল্লেখ করে বলেছেন, ছয় দফা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলেন। পরে ঢাকার রেসকোর্স ময়দানে একাত্তরের সাতই মার্চ এক জ্বালাময়ী ভাষণের মাধ্যমে মুক্তিপাগল জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধুকে যুগ যুগ ধরে সংগ্রাম করতে হয়েছে। রাজনৈতিক জীবনের তেরটি বছর তিনি জেল খেটেছেন। অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে এ দেশকে এ জাতিকে তিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন। স্বাধীন এই দেশটিকে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করছেন। জননেত্রীর এই কাজে স্বত:স্ফূর্তভাবে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিটি মেয়র আজ (বুধবার) বেলা ১১ টায় ঐতিহাসিক ছয় দফা দিবস-২০২৪ উপলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ কর্তৃপ কলেজ অডিটরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সিটি মেয়র অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের যথাযথ স্নেহ ও মমতা দিয়ে পাঠদানের জন্য শিকদের প্রতি আহবান জানান।
শিক্ষা প্রতিষ্ঠানের অধ্য প্রফেসর মোঃ তৌহিদুজ্জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সহকারী অধ্যাপক ড. নাসরীন নাহার বেগম, সহকারী অধ্যাপক রাফিয়া আকতার, সিনিয়র সহকারী শিক চিশতী মুজতাবীসহ শিক-শিকিা ও শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।