দেশের মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের পর এবার আরও বড় অভিযানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে যাবে তারা।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইয়ে আগামী ২৯ নভেম্বর শুরু হবে যুব এশিয়া কাপের একাদশ আসর। ৮ দলের অংশগ্রহণে পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার ১৪ জনের দল ঘোষণা করেছে বিসিবি।
গত বছরের ডিসেম্বরে যুব এশিয়া কাপের সবশেষ আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই দলের ৫ ক্রিকেটার আছেন এবারের দলে।
তারা হলেন ইকবাল হোসেন ইমন, রাফিউজ্জামান রাফি, মারুফ মৃধা, শিহাব জেমস ও আশরাফউজ্জামান বরেণ্য। বাঁহাতি পেসার মারুফ এরই মধ্যে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটের অভিজ্ঞতা আছে ইকবালের।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে ৪ ম্যাচ খেলা পেসার আল ফাহাদকেও নেওয়া হয়েছে দলে।
আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে ঘোষিত দলে জায়গা হয়নি আরব আমিরাতে যুবাদের বিপক্ষে এক দিনের ম্যাচের সিরিজে ১৪৪ গড় ও ৯২.৯০ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ১৪৪ রান করা কালাম সিদ্দিকি এলিনের। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাওয়াদ আবরার।
এছাড়া শিহাবের সঙ্গে দলে লেগ স্পিনার হিসেবে আছেন দেবাশিষ সরকার দেবা। সব মিলিয়ে চার ব্যাটসম্যান, পাঁচ অলরাউন্ডার ও পাঁচ বোলার নিয়ে সাজানো হয়েছে দল।
কালামসহ অপেক্ষমান তালিকায় আছেন শাহরিয়ার আজমির, ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার।
টুর্নামেন্টে অংশ নিতে রোববার দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। মূল পর্ব শুরুর আগে শারজাহতে মঙ্গলবার ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এরপর ২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেপাল (১ ডিসেম্বর) ও শ্রীলঙ্কা (৩ ডিসেম্বর)। সবগুলো ম্যাচ হবে দুবাইয়ে।
৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের এশিয়া কাপের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশিষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফউজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।
স্ট্যান্ডবাই: কালাম সিদ্দিকি এলিন, শাহরিয়ার আজমির, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।