চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষ হয়েছে। দুর্দান্ত ফুটবল খেলে বার্সেলোনা এবং পিএসজি এক প্রকার সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। যদিও দুই দলেরই অ্যাওয়ে ম্যাচ বাকি আছে।
বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের মধ্যে হতে পারে শেষ চারে যাওয়ার হাড্ডাহাড্ডি লড়াই। রিয়াল মাদ্রিদকে প্রথম লেগে ঘরের মাঠে বড় ব্যবধানে হারিয়ে সেমির স্বপ্ন দেখছে মিকেল আর্তেতার আর্সেনালও। যদিও লস ব্লাঙ্কোস ফুটবলার এবং ভক্তরা রিয়ালের চিরচেনা কামব্যাকের আশায় বুক বাঁধছে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষে ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল দলগুলোর শিরোপা জয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে পাওয়ার র্যাঙ্কিং প্রস্তুত করেছে। ওই র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বার্সেলোনা। কাতালানরা গ্রুপ পর্ব শুরু করেছিল হার দিয়ে। পরের প্রতিটি ম্যাচে দাপট দেখিয়েছে হানসি ফ্লিকের দল। গ্রুপ পর্বে তারা দ্বিতীয় অবস্থানে ছিল। সেমিফাইনালে এক পা দিয়ে রাখা বার্সার সম্ভাব্য প্রতিপক্ষ ইন্টার মিলান নয়তো বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের র্যাঙ্কিংয়ে দুইয়ে আছে পিএসজি। গ্রুপ পর্ব উৎরাতে কষ্ট হয়ে গেছে প্যারিসিয়ানদের। কিন্তু নক আউট পর্বে লুইস এনরিকের দল অসাধারণ খেলছে। দুর্দান্ত ছন্দে থাকা লিভারপুলকে তাদেরই মাঠে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে তারা। অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে দিয়ে রেখেছে এক পা। শেষ চারে তাদের প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল। যদিও রিয়াল মাদ্রিদকে বাতিলের খাতায় ফেলার দুঃসাহস দেখানো কঠিন।
পাওয়ার র্যাঙ্কিংয়ে তিনে আছে ইন্টার মিলান। তারা বায়ার্নের মাঠ থেকে ২-১ গোলে জিতেছে। ইনজাগির রক্ষণ দেয়াল ভেদ করে সানসিরোয় জয় তুলে নেওয়া বায়ার্নের জন্য খুবই কঠিন হবে। যদিও চ্যাম্পিয়ন্স লিগের বড় দল বায়ার্নকেও ছোট করার সুযোগ নেই। ইন্টার লিগ শিরোপার লড়াইয়েও শীর্ষে আছে।
র্যাঙ্কিংয়ে চারে আছে আর্সেনাল। প্রথম লেগের জয় বিবেচনায় ইন্টারের চেয়ে সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশি আর্সেনালের। কিন্তু গানারদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বলেই তাদের চারে রাখা হয়েছে। পাঁচে আছে বায়ার্ন মিউনিখ। ছয়ে অ্যাস্টন ভিলাকে রেখে সাতে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদকে। আট দলের মধ্যে আটে আছে বরুশিয়া ডর্টমুন্ড।