২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল আয়োজক দেশ পাকিস্তান। তবে বেশ কিছুদিন ধরেই আয়োজক দেশের নাম ঘোষণা করার পর থেকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটি খেলতে অনাগ্রহ প্রকাশ করেছিল ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দেশেয় আয়োজন করতে চায়।
এ নিয়ে ভারত দলকে খেলা শেষে সেদিনই দেশে ফেরার প্রস্তাবও দিয়েছিল পাকিস্তান। পাশাপাশি ভারতের দর্শকদের দ্রুত ভিসা দেওয়ারও প্রস্তাব দিয়েছিল পিসিবি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে শুক্রবারও আইসিসিকে হাইব্রিড মডেল বাদ দিয়ে বিকল্প ভাবতে বলেছিল পাকিস্তান। এবার সেই পাকিস্তানই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি।
পাকিস্তানি সংবাদমাধ্যম অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ প্রস্তাবে রাজি আছে। তবে তাতে ২টি শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। শর্ত ২টি হলো- আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বরাদ্দ বাড়াতে হবে এবং ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে।
পাকিস্তান যদি হাইব্রিড মডেল প্রস্তাবে সম্মত হয়। তাহলে ভারতের ম্যাচগুলো আয়োজন করতে চায় বিসিবি। সেক্ষেত্রে ভারত যদি টুর্নামেন্টের ফাইনালেও উঠে সেই ম্যাচটিও হবে বাংলাদেশে। তাছাড়া একই গ্রুপে পড়ায় ভারতের বিপক্ষে নিজেদের মাটিতেই ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এর বাইরেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচটিও হবে তখন বাংলাদেশে। যা লুফে নিতে আগ্রহী বিসিবি। যে কারণে পাকিস্তান রাজি হলে টুর্নামেন্টের একটা অংশ আয়োজন করতে প্রস্তুত আছে বিসিবি। বিসিবি সূত্রে এমন তথ্য দিয়েছে দেশের অন্যতম একটি গণমাধ্যম।
তাদের সেই প্রতিবেদনে বলা হয়েছে, ৫ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসি সভায় চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বৈঠক হবে। সেখানে টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ হবে। আর সেখানে যদি হাইব্রিড মডেল প্রস্তাব গৃহীত হয় তবে টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো আয়োজন করতে চায় বিসিবি। এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তার মন্তব্য, ‘চ্যাম্পিয়নস ট্রফির কয়েকটি ম্যাচ যদি আমরা আনতে পারি, এর চেয়ে ভালো আর কী হতে পারে!’
পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে মুঠোফোনে এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের আলাপ–আলোচনা হয়েছে বলেও জানিয়েছে সূত্র। আলোচনায় চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বাংলাদেশের সমর্থন চেয়েছেন নাকভি। ফারুকও নাকি চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে হলে ভারতের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহের কথা জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ফারুক আহমেদ সরাসরি কিছু না বললেও তার কথায় বিসিবির আগ্রহের দিকটি পরিষ্কার, ‘এ ব্যাপারে এখনই মন্তব্য করতে পারছি না। তবে হ্যাঁ, কিছু একটা চেষ্টা তো হবেই।’
আইসিসির সভায় যোগ দিতে বিসিবি সভাপতির আজ দুবাই যাওয়ার কথা। সেখানেই সিদ্ধান্ত হবে। তবে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে সেটার দাবিদার এখন বাংলাদেশও। যদিও ভারত প্রথম থেকেই তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলার দাবি করে আসছে।