বিদেশি পর্যটকদের প্রলুব্ধ করার জন্য ভিসা ছাড়াই দেশটিতে দর্শনার্থীদের সময় ব্যয় করার পরিমাণ তিনগুণ করেছে চীন। খবর সিএনএনের।
চাইনিজ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ইমিগ্রেশন ঘোষণা করেছে, দেশটি তারা ভিসামুক্ত লেওভারের মেয়াদ ১৪০ ঘণ্টা (১০ দিন) বাড়াবে।এর আগে যাত্রীদের গন্তব্যের ওপর নির্ভর করে ৭২ ঘণ্টা (৩ দিন) বা ১৪৪ ঘণ্টা (৬ দিন) করার অনুমতি চীনের ইমিগ্রেশন।চীন এই পদক্ষেপ নিয়েছে, যাতে বিদেশি পর্যটক ও ব্যবসায়ীরা আরও বেশি করে দেশটিতে ভ্রমণ করেন এবং দেশের পর্যটন খাত ও অর্থনীতি নতুনভাবে চাঙ্গা হয়।
চীনের এই নীতির আওতায় ৫৪টি দেশের নাগরিকরা সুবিধা পাবেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল এবং কানাডা উল্লেখযোগ্য। এই দেশগুলোর নাগরিকরা চীনের ২৪টি প্রদেশের ৬০টি খোলা বন্দর দিয়ে ভ্রমণ করতে পারবেন এবং সেখানে ভিসা ছাড়া ১০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। তবে এটি কেবল চীন থেকে তৃতীয় কোনো দেশে বা অঞ্চলে ট্রানজিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বেইজিং, সাংহাই, চেংডু এবং গুয়াংজুর মতো পর্যটন স্থানগুলো। তিব্বত এবং জিনজিয়াং-এর মতো বিশেষ অঞ্চলে প্রবেশের জন্য অতিরিক্ত অনুমতি প্রয়োজন।
ইতোমধ্যে, হংকং এবং ম্যাকাও উভয়ই ২৪০ ঘণ্টা ভিসামুক্ত ট্রানজিট প্রোগ্রামের অধীনে প্রবেশকারীদের জন্য তৃতীয় গন্তব্য হিসেবে গণনা করে।