সাম্প্রতিক মাসগুলোতে চীনজুড়ে ইলেকট্রনিক যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকনের কারখানাগুলোতে গণহারে কর্মী ছাঁটাই ও পদত্যাগের ঘটনা ঘটেছে।
ফিন্যান্সিয়াল পোস্টের খবরে বলা হয়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের লাগেজ ও পরিবারের সঙ্গে এক বুক বেদনা নিয়ে কর্মস্থল ছাড়তে দেখা গেছে শ্রমিকদের।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, দুস্থ শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে সমস্যার কথা বলছেন।ঝেংঝুতে কর্মচারীদের বিশাল ভিড় দেখা গেছে।
বৃহত্তম ইলেকট্রনিক্স যন্ত্র প্রস্তুতকারক হিসাবে বিশ্বব্যাপী ফক্সকনের কারখানা রয়েছে। চীনে এদের কার্যক্রম বেশ বড় আকারের। কেউ কেউ অনুমান করছেন, ফক্সকন পুরোপুরি চীন ছেড়ে যেতে পারে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফুটেজে দেখা যায়, ফক্সকন ডরমিটরি সম্পূর্ণ খালি, ঘরগুলো পরিত্যক্ত। রাস্তার বিক্রেতা ও প্রাণবন্ত ভিড়ে ভরা একসময়ের কোলাহলপূর্ণ এলাকাগুলো এখন ভূতের শহরের মতো।
কোম্পানিটি পার্ল রিভার ডেল্টা, ইয়াংজি রিভার ডেল্টা ও বোহাই রিমের মতো অঞ্চল জুড়ে ৪০টিরও বেশি উৎপাদন কেন্দ্র পরিচালনা করে।
একজন কর্মচারী, যিনি প্রায় ১৭ বছর ধরে ফক্সকনে কাজ করেছেন, তিনি ব্যাখ্যা করেছেন- ফক্সকন কঠোরভাবে শ্রম আইন মেনে চলে, প্রবিধান অনুযায়ী বেতন ও চুক্তি নিশ্চিত করে।
বিপরীতে অনেক গার্হস্থ্য কারখানা অত্যধিক দীর্ঘ কর্মঘণ্টা আরোপ করে, যথেচ্ছভাবে মজুরি কেটে নেয় এবং শ্রমিকদের শোষণ করে।
১৯৭৪ সালে টেলিভিশনের নব তৈরির মাধ্যমে ফক্সকনের যাত্রা শুরু হয়। এখন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তি কোম্পানি, যাদের বার্ষিক রাজস্বের পরিমাণ ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার।
অ্যাপলের আইফোন প্রস্তুতকারক হিসেবেই ফক্সকনের বিশেষত্ব—অ্যাপলের অর্ধেকের বেশি পণ্য তারা প্রস্তুত করে। এ ছাড়া মাইক্রোসফট, সনি, ডেল ও আমাজনের মতো কোম্পানিও তার গ্রাহক।
যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের অবনতির কারণে ব্যবসা-বাণিজ্য নতুন করে সাজাচ্ছে আইফোন নির্মাণকারী তাইওয়ানের কোম্পানি ফক্সকন। যুক্তরাষ্ট্রের চাপে চীন থেকে উৎপাদন সরাতে হচ্ছে ফক্সকনকে।
চীনে তাদের উৎপাদন কারখানা ছিল, কিন্তু এখন তারা চীন থেকে উৎপাদন কার্যক্রম সরিয়ে আনতে বাধ্য হচ্ছে।