শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
”আমি মোঃ আব্দুল্লাহ। আমি মারা গেলে আপনাদের কাছে আমার আবেদন। আমার জমি বিক্রি করে সবার দেনা শোধ করে দেবেন। আমার সম্পত্তি আমার ভাই বোন কে দেবেন না। এরপর যে জমি থাকবে তাতে আমার স্ত্রী ও মেয়ে থাকবে। তাদের কোথাও তাড়াবেন না। এটিই আমার দাবি। সবাই স্বার্থপর শুধু আমি নই” ।
চিরকুটে মর্মর্স্পশী এই কথাগুলো লিখে চালের পোকা দমনের বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন চা দোকানী মোহাম্মদ আবদুল্লাহ (৩০)। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামে। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠায়। সোমবার সন্ধ্যায় নলবুনিয়া গ্রামে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে নলবুনিয়া বাজারের শতাধিক দোকান পাঠ বন্ধ রেখে ব্যবসায়ীরা শোক প্রকাশ করেছে।
নলবুনিয়া ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন তালুকদার জানান, ওই বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী, চা ও বিস্কুট বিক্রেতা আবদুল্লাহ একজন ভদ্র ও সদালাপী যুবক। কয়েক দিন ধরে তাকে বিমর্ষ দেখাচ্ছিল। রাত একটার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী রিনা বেগমের সাথে কথা বলার এক পর্যায়ে তার শিশু কন্যাকে দেখে রাখার কথা বলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে চালের পোকা দমনের বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে প্রচন্ড বমি শুরু হলে তাকে দ্রæত হাসপাতালে নিয়ে আসা হয়। কিছু সময় পর তার মৃত্যু হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহম্মেদ জানান, চালের পোকা দমনের বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পর তার মৃত্যু ঘটে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ সাইয়েদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
Leave a comment