নয়ন ইসলাম: বেসরকারি একটি চাকুরী ছেড়ে ২০১৯ সালে শুধুমাত্র চুই ঝাল এর বাগান করে সফল হয়েছেন খুলনা জেলার বটিয়াঘাটা গ্রামের কৃষক নিহার রঞ্জন মন্ডল ও তার ছেল সুব্রত মন্ডল।
পরবর্তীতে ছেলে সুব্রত মন্ডল বিভিন্ন বৃক্ষমেলা এবং স্থানীয় কৃষি অফিসার দের পরামর্শে তাদের নিজের এক একর জমিতে চুইঝাল সহ মাল্টা ও দার্জিলিং জাতের কমলার চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।
সুব্রত মন্ডল আরও বলেন, ২০১৯ সালে ইংরেজি বিভাগ থেকে অনার্স পাশ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতেন। তিনি পরবর্তীতে যখন দেখলেন তার গ্রামের আশেপাশে অনেকেই চুই ঝাল চাষ করে সংসারের অভাব মিটিয়ে লাভের মুখ দেখছেন তখন তিনিও সিদ্ধান্ত নিলেন একটি বাগান করবেন।
প্রায় ১০০০ টি চুইঝাল গাছ লাগানো সহ পরবর্তীতে তিনি তার বাগানে আরো ৩০৮ টি বারি এক জাতের মাল্টা,২০ টি দার্জিলিং জাতের কমলা গাছ লাগিয়েছেন।
বর্তমানে তিনি তার গ্রামের চার থেকে পাঁচটি পরিবারের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তার বাগানের মাধ্যমে
প্রতি মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা এক একর জমিতে ব্যয় করে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব বলে সুব্রত জানিয়েছেন।বর্তমান বাজারে চুই ঝালের কেজি(জাত ভেদে) ৬০০’শ থেকে ১০০০ টাকা।
বটিয়াঘাটায় অনেকে বাড়ীর আঙ্গীনায়, ফেলে রাখা উচু জমিতে চুইঝাল লাগিয়ে নিজেদের খাবার চাইদা মিটিয়ে বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করছেন। ছোট খাটো সংসার এই সব সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছেন। অল্প খরচে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা।নতুন জাতের সিডলেস লেবুর চাষ করছেন তারা। এই সকল ফলের বাগান পরিদর্শনে গেলেই সকলে মুগ্ধ হচ্ছে ।
বটিয়াঘাটা কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষ্ণপদ মন্ডল এর সাথে কথা বলে জানা যায়,এই ব্লকের দ্বায়িত্বে তিনি। এই বাগান শুরু থেকে তিনি সকল পরামর্শ ও টেকনিকাল সহযোগিতা করেন। যখনই তার ডাকেন, আমি সেই মুহূর্তে পাশে ছুটে যাই কৃষকের। সব ধরনের পরামর্শ দিয়ে থাকি তাদের।
পি এস/এন আই