বিশ্বব্যাপী আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া হলিউড তারকাদের একজন টম ক্রুজ। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন বহু ব্যবসাসফল সিনেমায়। টম ক্রুজ মানেই ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজি। টিভি সিরিজ থেকে অনুপ্রাণিত এ সিনেমার মাধ্যমে হলিউড পায় নতুন সিক্রেট এজেন্ট। অ্যাকশননির্ভর চিত্রনাট্য আর ক্রুজের ডেয়ারডেভিল স্ট্যান্ট– সব মিলিয়ে বর্তমান সময়ের সেরা ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি স্পাই সিনেমার ধারায় যুক্ত করেছে ভিন্ন এক মাত্রা।
‘মিশন ইম্পসিবল’ সিরিজের প্রতিটি সিনেমায় ইথান হান্ট চরিত্রে টম ক্রুজ দুর্ধর্ষ সব স্ট্যান্ট নিয়ে হাজির হন। আবারও এ সিরিজের নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন টম। শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার ‘মিশন: ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ২’ কে সিরিজের শেষ সিনেমা হিসেবে চিন্তা করেছিলে। কিন্তু ক্রুজ তার চরিত্র ইথান হান্টকে বিদায় জানাতে রাজি নন। দর্শক যতদিন চাইবে তিনি ততদিন এ সিরিজের কাজ করে যেতে চান।
অন্যদিকে নন্দিত ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর পরের সিনেমায় দেখা যাবে টম ক্রুজকে। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি ও ডেডলাইন খবরটি নিশ্চিত করেছে। আলেহান্দ্রো গনজালেস ইনারিতু এ সময়ে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী পরিচালক। ‘২১ গ্রামস’, ‘বাবেল’, বিউটিফুল’, ‘বার্ডম্যান’ থেকে ‘দ্য রেভেন্যান্ট’ বানিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। সেরা নির্মাতা হিসেবে দুবার অস্কার জিতেছেন ৬০ বছর বয়সী এই নির্মাতা। ২০১৫ সালে অস্কারজয়ী ‘দ্য রেভেন্যান্ট’-এর পর এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম ইংরেজি সিনেমা। জানা গেছে, কঠোর গোপনীয়তার মধ্যে এই সিনেমার কাজ এগিয়েছে। পরিচালনার সঙ্গে ছবিটির প্রযোজক ও সহচিত্রনাট্যকারও ইনরিতু। তবে নতুন এ সিনেমার বিষয় নিয়ে আপাতত কিছু জানা যায়নি।
এ ছাড়াও ১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘ডেজ অফ থান্ডার’ সিনেমার সিকুয়াল নিয়ে কাজ শুরু করেছেন টম। সম্প্রতি ক্রুজ প্যারামাউন্টের সঙ্গে আলোচনা করছেন ‘ডেজ অফ থান্ডার’ পুনরায় তৈরির বিষয়ে। মূল সিনেমাটি বক্স অফিসে ৬০ মিলিয়ন ডলার বাজেটের বিপরীতে ১৫৭ মিলিয়ন ডলার আয় করে। ‘টপ গান: ম্যাভেরিক’-এর সাফল্যের পর ক্রুজ বিশ্বাস করেন যে তিনি এই সিনেমার সঙ্গেও সাফল্য অর্জন করতে পারবেন। যদিও এর আগে অবশ্য সিনেমাটির পুনঃনির্মাণের চিন্তা করা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা বাতিল করা হয়। সম্প্রতি, ‘ফোর্ড ভি ফেরারি’ এর মতো সিনেমাগুলো রেসিং ছবিগুলোর প্রতি আগ্রহ পুনরায় বাড়িয়েছে। তাই ‘ডেজ অফ থান্ডার’ এর নতুন কিস্তির জন্য চিত্রনাট্য লেখা চলছে।