ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির সমন্বয়ক হিসেবেও আছেন।
রোববার বিকেলে একটি কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির চবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
মোহাম্মদ ইব্রাহিম চবি মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থাকার বিষয়ে মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ সমকালকে বলেন,’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো একটা প্লাটফর্ম, কোনো রাজনৈতিক দল নয়। তাই এটির সাথে যুক্ত আছি এখনও। তবে সেখানে বর্তমানে এতটা সক্রিয় নই।রাজনৈতিক দল হলে এটির সাথে যুক্ত থাকবো না।’
তিনি জানান, খুব শীঘ্রই ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
চবি কমিটির নির্বাচনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডা. উসামা রাইয়ান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, চবির সদ্য বিদায়ী সভাপতি নাহিদুল ইসলাম এবং ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।