জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির এলিমিনেটরে চট্টগ্রাম বিভাগকে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে খুলনা বিভাগ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে খুলনা করে ১৪৬ রান। অধিনায়ক নুরুল হাসান সোহানের ৩৯ বলে ৫২ রানের ইনিংস তাদের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে। আজিজুল তামিম ১৬ বলে ২০ এবং নাহিদুল ইসলাম ১৯ বলে ১৮ রান করেন। চট্টগ্রামের বোলিংয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন আহমেদ শরীফ। এছাড়া ৩ উইকেট নিয়েছেন ফাহাদ হোসেন।
জবাবে চট্টগ্রাম ১৩৯ রানে থেমে যায়। এলিমেনেটর রাউন্ডের এই ম্যাচে তামিম ইকবাল খেলেননি। ৬ষ্ঠ উইকেটে ইয়াসির আলী রাব্বি ও নাঈম হাসানের ৫৩ রানের জুটি সত্ত্বেও তারা হারায় ছন্দ। শেষ তিন ওভারে চট্টগ্রামের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রানের। কিন্তু মাসুম খান টুটুল, মেহেদী হাসান রানা ও আল আমিন হোসেনের দারুণ বোলিংয়ে সেই রান নিতে পারেনি চট্টগ্রাম। ৭ রানের জয়ে খুলনা ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো। ঢাকা মেট্রো ও রংপুরে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে খুলনা।
সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন রাব্বি। নাঈম হাসান খেলেন ২৮ রানের ইনিংস। খুলনার বোলারদের মধ্যে মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানা প্রত্যেকে দুটি করে উইকেট নেন। নাহিদুল ইসলাম নেন একটি উইকেট।