ঘরে থাকা এই উপাদানগুলো সানস্ক্রিনের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।
অলিভ অয়েল: অলিভ অয়েল ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সানস্ক্রিনের বিকল্প হিসেবেও ব্যবহার করতে পারেন। তবে খুব ভালো হয় যদি অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন আমন্ড অয়েল। এই দুটি উপাদান একসঙ্গে ত্বকের পরিচর্যায় দারুণ কাজ করবে।
তিলের তেল: তিলের তেল ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। রোদে বেরোনোর আগে সানস্ক্রিন হিসাবে ব্যবহার করতে পারেন এই তেল। এই তেলে রয়েছে ভিটামিন-ই যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখবে।
টি ট্রি অয়েল: টি ট্রি অয়েল সানস্ক্রিন হিসেবে ভালো কাজ করে। রোদে বেরোনোর আগে ত্বকে লাগিয়ে নিতে পারেন এই তেল। টি ট্রি অয়েলের অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য ত্বকের দাগ, চুলকানি, ব্রণর সমস্যা থেকেও মুক্তি দেয়।
পি এস/এন আই