করোনা পরিস্থিতিতে ভারতের পশ্চিমবঙ্গের সরকার বাড়ি বাড়ি সব রকমের মদ পৌঁছে দেয়ার পরিষেবা শুরু করেছিল। সেই ব্যবস্থা রাজ্যের আবগারি দফতরের ওয়েবপোর্টাল থেকে হলেও পৌঁছে দেয়ার কাজ করতে হতো বিভিন্ন মদের দোকানকে। সেই পরিষেবা এখনো কোথাও কোথাও চালু রয়েছে। সেটিকেই আবারও পাকাপাকি করতে যাচ্ছে রাজ্য সরকার।
খবর ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ই-রিটেল সংস্থার সাথে চুক্তি করে এই পরিষেবা বড় আকারে চালু করতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারিভাবে এটিকে মদের ‘ই-রিটেল’ বলা হলেও আবগারি দফতরের অনেকেই এটিকে ‘দুয়ারে মদ’ প্রকল্প নাম দিয়েছেন। দেশটির আবগারি দফতর সূত্র জানায়, গত বছরের অগাস্ট মাসেই এই প্রক্রিয়া শুরু হয়। আবগারি দফতরের অধীন ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন’ (বেভকো) মদের ই-রিটেল করতে আগ্রহীদের আবেদনপত্র চেয়েছিল।
পিএসএন/এমঅাই