নিজ আঙিনায় ব্যর্থতার জাল ছিড়তেই পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জেতা দলটি ফের ওল্ড ট্র্যাফোর্ডে পেল হারের তেতো স্বাদ। জ্যঁ ফিলিপ মাতেতার জোড়া গোলে তাদের স্তব্ধ করে দিল ক্রিস্টাল প্যালেস।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার বিবর্ণ ইউনাইটেডকে ২-০ গোলে হারায় প্যালেস। ফরাসি ফরোয়ার্ড মাতেতা দুটি গোলই করেন দ্বিতীয়ার্ধে।
ঘরের মাঠে সবশেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল ইউনাইটেড। এবার আরেকবার ঘরের দর্শকদের হতাশায় ডোবালেন ব্রুনো ফের্নান্দেস, গার্নাচোরা।
চলতি মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে এনিয়ে সাতটি লিগ ম্যাচ হারল ইউনাইটেড। ২৪ ম্যাচে ৮ জয় ও ৫ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলে তারা এখন ত্রয়োদশ স্থানে। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তাদের ওপরে প্যালেস।
৬৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৭ শট নেয় ইউনাইটেড। কিন্তু লক্ষ্যে কেবল দুটি রাখতে পারে তারা। অন্য দিকে ১১ শটের মধ্যে ৩টি শট লক্ষ্যে রেখে দুটিতেই গোলের দেখা পেয়েছে প্যালেস।
প্রথমার্ধের সেরা দল ছিল তারাই। এই সময় ভালো কয়েকটি সুযোগ তৈরি করে তারা।
ম্যাচের ৬৪ মিনিটে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় প্যালেস। প্রতিপক্ষ খেলোয়াড়ের হেড ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানার মাথার ওপর দিয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। অরক্ষিত মাতেতা অনায়াসে বল জালে পাঠিয়ে প্যালেসকে উল্লাসে মাতান।
এরপর চাপ বাড়াতে থাকে ইউনাইটেড। কিন্তু গোলমুখে তারা ছিল একেবারেই নিষ্প্রভ। তাতে মিলছিল না জালের দেখাও। শেষ দিকে চোট পেয়ে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
একটু পর সতীর্থের পাসে ইউনাইটেডের জালে আবারও বল পাঠান মাতেতা। ওনানার কিছুই করার ছিল না।