এ মাসের শেষদিকে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগ। অতীতের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আদলে নতুন এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবে রংপুর রাইডার্স। ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল ও স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আর সিপিএলের দল গায়ানার হয়ে দেখা যেতে পারে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবকে।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ১১ ম্যাচের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলবে। অর্থাৎ তানজিম এই টুর্নামেন্টে খেললে রংপুর রাইডার্সের বিপক্ষেও খেলতে হবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
তবে গ্লোবাল সুপার লিগে তানজিমের খেলা নিয়ে শঙ্কা আছে। কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই সময়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে। চোট সারিয়ে তোলা এই পেসারকে খেলার অনুমতি বিসিবি দিবে কি না, তা বড় প্রশ্ন বটে। দল পেলেও তার খেলার বিষয়টি তাই নির্ভর করছে এনওসি পাওয়ার ওপর। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে কাঁধের চোটের কারণে তানজিমকে রাখা হয়নি।