যোগীন্দ্রনাথ সরকারের আজব দেশ কবিতার কথা মনে আছে? সেই আজব দেশে ডাঙার রুই-কাতলা চরত। তবে রুই-কাতলা নয়, ইসরাইলি গবেষকের হাত ধরে গাড়ি চালানো শিখছে গোল্ডফিস।
বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বেন-গুরিওন ইউনিভার্সিটির এক দল গবেষক, এফওভি নামে মাছচালিত একটি যান উদ্ভাবন করেছে।
রোবোটিক গাড়িটিতে লিডার লাগানো হয়েছে। লিডার এক ধরনের রিমোট সেন্সিং প্রযুক্তি, যা লেজার লাইট ব্যবহার করে গাড়ির স্থলের অবস্থান এবং পানির ট্যাংকির নিচে মাছের অবস্থান চিহ্নিত করতে পারে।
কম্পিউটার, ক্যামেরা, ইলেক্ট্রিক মোটর ও বিশেষ ধরনের চাকার সাহায্যে মাছ পানির ট্যাংকের ভেতর বসেই ওই যানের নিয়ন্ত্রণ নেয়।
গবেষক শাচার গিভন জানান, আশ্চর্যজনকভাবে গাড়ি চালানো শিখতে মাছের খুব বেশি সময় লাগে না। প্রথমে তারা কিছুটা দ্বিধান্বিত থাকে। প্রথমে তারা বুঝতে পারে না যে, আসলে কী হচ্ছে। কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারে, তারা যে যন্ত্রটার ওপর আছে, তার সঙ্গে তাদের নড়াচড়ার সম্পর্ক আছে।
গবেষণার অংশ হিসেবে ছয়টি গোল্ড ফিশের প্রত্যেকেই অন্তত ১০টি করে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছে। প্রত্যেকবার তারা যখন গবেষকদের নির্ধারণ করা লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছে, তাদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে খাবার।
কয়েকটি গোল্ডফিশ অন্যদের চেয়ে ভালো গাড়ি চালায় বলে গবেষকরা জানিয়েছেন।
এ ব্যাপারে জীববিজ্ঞানের অধ্যাপক এবং স্নায়ুবিজ্ঞানী রনেন সেগেভ জানান, তাদের মধ্যে কোনো কোনো মাছ দারুণ গাড়ি চালিয়েছে। কোনো কোনো মাছ মধ্যম মানের, যারা নিয়ন্ত্রণ নিতে পারলেও গাড়ি চালানোর ক্ষেত্রে কিছুটা কম দক্ষ।
তিনি বলেন, আমরা মানুষরা আমাদের বিশেষ কিছু মনে করি আর মাছকে মনে করি সেকেলে। কিন্তু সেটা সত্যি নয়। মানুষ ছাড়াও অন্য অনেক দূর্দান্ত আর কৌশলী প্রাণী আছে।
https://www.youtube.com/embed/OQ7_6gDx7DI
পিএসএন/ এএপি