এবারও বছরের ট্রেন্ডিং সব অনুসন্ধান নিয়ে ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। এতে উঠে এসেছে এ বছর গুগলে সার্চ করা সবচেয়ে বেশি গেইম, লাইফ স্টাইল, পার্ক ও জাদুঘরের নাম।
প্রকাশিত তথ্য অনুসারে, এ বছর গুগলে সার্চ করা গেইমিং তালিকার শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক টাইমসের ‘কানেকশনস’ গেইম। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টিকে থাকার খেলা ‘পালওয়ার্ল্ড’।
গুগলের লাইফ স্টাইল তালিকার শীর্ষে ছিল বিভিন্ন ধরনের খাবারের রেসিপি ও পানীয়। সবচেয়ে বেশি সার্চ হয়েছে ‘অলিম্পিক চকোলেট মাফিনে’র রেসিপি।
গুগল ম্যাপস-এ সার্চ করা বিশ্বের বিভিন্ন পার্কের তালিকায় শীর্ষে রয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পার্ক ‘সেন্ট্রাল পার্ক’। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপিন্সের ম্যানিলা শহরের ‘রিজাল পার্ক’।
এদিকে গুগল ম্যাপস-এ সার্চ করা শীর্ষ জাদুঘরের তালিকায় রয়েছে যুক্তরাজ্যের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম।