ব্যাটিং নিয়েই যত চিন্তা ছিল বাংলাদেশের। নতুন বলে ধারণার চেয়েও বাজে ব্যাটিং করেছেন সৌম্য সরকার-নাজমুল শান্তরা। তাদের ব্যর্থতায় মহাবিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তাওহীদ হৃদয়। ওই সেঞ্চুরির পাল্টা দিয়েছেন ভারতের শুভমন গিল। তার নির্ভার এক সেঞ্চুরিতে ৬ উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ২ বল থাকতে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারত ২১ বল থাকতে তুলে ফেলে ওই রান।দুবাইয়ের উইকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা বেশ কঠিন। টস জিতে নাজমুল শান্ত তাই ব্যাটিং নেন। কিন্তু ভুলে যাওয়ার মতো শুরু করেন তারা। দলের ২ রানে ফিরে যান সৌম্য সরকার ও নাজমুল শান্ত। দু’জনই শূন্য করেন। ভরসা দিতে পারেননি মেহেদী মিরাজ ও মুশফিকুর রহিমরা। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে অল্প রানে ধসে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।
ওই ধাক্কা ষষ্ঠ উইকেট জুটিতে সামাল দেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। তারা ১৫৪ রান যোগ করেন। হৃদয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। তার ব্যাট থেকে ১১৮ বলে ১০০ রানের ইনিংস আসে। ছয়টি চার ও দুটি ছক্কা তোলেন ডানহাতি এই ব্যাটার। জাকের আলী ১১৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। তানজিদ তামিম ২৫ ও রিশাদ হোসেন ১৮ রান যোগ করেন।
জবাব দিতে নেমে ঝড়ো শুরু করে ভারত। ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল ৯.৫ ওভারে ৬৯ রান যোগ করে জয়ের ভিত্তি গড়ে দেন। অধিনায়ক রোহিত ৩৬ বলে সাতটি চারের শটে ৪১ রান করে ফিরে যান। এরপরই ভারতকে কিছুটা চেপে ধরে বাংলাদেশ। ১৪৪ রানে তাদের চতুর্থ উইকেট তুলে নেয়। তবে গিল ও কেএল রাহুল ৮৭ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন।
গিল ১২৯ বলে ১০১ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চার ও দুটি ছক্কা আসে। ৫১ ওয়ানডের ক্যারিয়ারে গিল অষ্টম সেঞ্চুরি পেয়ে গেছেন। এছাড়া শেষ চার ইনিংসে দুই সেঞ্চুরি ও দুই ফিফটি তুলেছেন নামের পাশে। রাহুল ৪১ রানের হার না মানা ইনিংস খেলেন। বিরাট কোহলি ২২ ও শ্রেয়াস আইয়ার ১৫ রান করে আউট হন।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মোহাম্মদ শামি। ইনজুরি কাটিয়ে ফেরা পেসার ১০ ওভারে ৫৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন দারুণ বোলিং করেছেন। তিনি ১০ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। তাসকিন ও মুস্তাফিজ একটি করে উইকেট নেন। বাংলাদেশ ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে