খবর ইএসপিএনক্রিকইনফোর পাকিস্তান দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসছে আবার। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, চাকরি হারাচ্ছেন জেসন গিলেস্পি। টেস্টের প্রধান কোচের পাশাপাশি অন্য দুই সংস্করণের ভারপ্রাপ্ত দায়িত্ব থেকেও সরিয়ে হওয়া হচ্ছে সাবেক অস্ট্রেলিয়ান পেসারকে। তার জায়গায় তিন সংস্করণেই প্রধান কোচ হচ্ছেন আকিব জাভেদ।
অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে গত মাসে সাদা বলের দুই সংস্করণের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন গ্যারি কার্স্টেন। তাই টেস্ট কোচ গিলেস্পিকেই অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে অল্প সময়েই শেষ হয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেটে গিলেস্পি অধ্যায়।
ইএসপিএনক্রিকইনফোর রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গিলেস্পির জায়গায় তিন সংস্করণের প্রধান কোচ হিসেবে আকিবের নাম ঘোষণা করতে পারে পিসিবি। সম্প্রতি জাতীয় দলের নির্বাচক কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় দেশটির সাবেক এই পেসারকে। এবার বদলে যাচ্ছে তার পরিচয়।
তবে প্রধান কোচ হিসেবে গিলেস্পিই ছিলেন পিসিবির প্রথম পছন্দ। আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে তিন সংস্করণেই দায়িত্বে রাখতে চেয়েছিল পিসিবি। যদিও পারিশ্রমিক না বাড়িয়েই তাকে বাড়তি দুই সংস্করণের দায়িত্বে থাকার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি গিলেস্পি। ফলে তিন সংস্করণের জন্যই নতুন প্রধান কোচ খোঁজা শুরু করে পিসিবি।
যদিও পিসিবির এক কর্মকর্তা দাবি করেছেন, পাকিস্তানে যথেষ্ট সময় না কাটানোয় গিলেস্পিকে বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কার্স্টেনের বিদায়ের সময়ও একই কথা বলেছিল পিসিবি।
এই বিষয়ে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গিলেস্পির দাবি, চুক্তি অনুযায়ী যত দিন তার পাকিস্তানে থাকার কথা, এর পুরোটাই তিনি ছিলেন। এছাড়া নিজের দায়িত্বের বাইরে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) অস্ট্রেলিয়া সফরের সময়ও ডারউইনে গিয়েছিলেন গিলেস্পি।
গিলেস্পির জায়গায় নতুন কোচ হিসেবে শুরুতে আজহার মাহমুদ ও সাবেক প্রধান কোচ সাকলাইন মুশতাকের কথা ভেবেছিল পিসিবি। কিন্তু বোর্ডের উপদেষ্টা পর্ষদের সমর্থন না পাওয়ায় আকিবকে এই পদের জন্য প্রস্তাব দেওয়া হয়।
এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করেছেন আকিব।
গত ২৮ এপ্রিল টেস্ট দলের জন্য গিলেস্পি ও সাদা বলের ক্রিকেটের কোচ হিসেবে কার্স্টেনের নাম ঘোষণা করেছিল পিসিবি।
ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী কোচ কার্স্টেনের কোচিংয়ে গত মে মাসে ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ ও পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে পাকিস্তান। ইংল্যান্ডে তারা সিরিজ হারে, বিশ্বকাপেও চরম ব্যর্থ হয়ে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।
গিলেস্পির কোচিংয়ে ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিতে নেয় তারা। পরে অস্ট্রেলিয়ায় গিয়ে দীর্ঘ ২২ বছর পর ওয়ানডে সিরিজ জেতে পাকিস্তান। আর টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হারা দলটি সোমবার খেলবে শেষ ম্যাচ।
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে তারা খেলবে দুটি টেস্ট। পরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট এবং নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে খেলবে ত্রিদেশীয় সিরিজ।