গাজীপুর চৌরাস্তা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বুধবার (১৫ জুন) সকালে সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন পাঁচটি ইউনিট। আগুন লাগার কারণ জানা যায়নি।
পি এস/এন আই