বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএসআইএস অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাতটার দিকে আন্দোলনে নামেন শ্রমিকরা। এক পর্যায়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে বিএসআইএস অ্যাপারেলস নামের কারখানায় গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন গতকাল (১০ মার্চ) সোমবার দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখে বেতন পরিশোধ না করেনি। আজ সকালে কারখানায় এসে দেখেন বন্ধ ঘোষণারে নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সকাল থেকে কয়েক ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীরা।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক মারধরের অভিযোগ কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
এদিকে শ্রমিক মারধরের ঘটনায় প্রতিবাদে একই দিন সকালে গাজীপুরের মৌচাকের আরেকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল ১০ দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। তবে দীর্ঘক্ষণ সড় বন্ধ থাকায় গাড়ির জট আছে।