আগামী ৩০ ডিসেম্বর শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মাঝে উদ্বোধন হয়ে গেছে অনেক আলোচিত এই আসরের। সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের তিনটি ভেন্যুতে হবে বিপিএলের একাদশ আসরের খেলা- ঢাকা, সিলেট ও চট্টগ্রামে।
আসন্ন এই আসরে নতুন বাংলাদেশের গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে অঙ্কিত হয়েছে বিজয়ের অমরগাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে তাদের জার্সি। বুধবার জার্সি উন্মোচন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিংসের পেজ থেকে জার্সির ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম- হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের। নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগাং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যূদয়ের গল্প বলবে এই জার্সি।’
এদিকে আসর শুরুর আগে ইতিমধ্যে দলটির প্রধান কোচ শন টেইট ঢাকায় এসে পৌঁছেছেন। প্লেয়ার্স ড্রাফটে উপস্থিত থেকে দল গঠনে ভূমিকা রাখেন সাবেক অজি ক্রিকেটার। সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে চিটাগং দলে টানলেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।