মনিরুজ্জামান মন্টু-কে আহবায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি, মেহেরপুর জেলা বিএনপি’র বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টন-আহবায়ক ও এ্যাড. কামরুল ইসলাম-কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি এবং আলী আহমেদ-কে আহবায়ক ও মনোয়ার হোসেন খান-কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
খুলনা জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম ও সদস্য সচিব আবু হোসেন বাবু।
মেহেরপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম আহবায়ক যথাক্রমে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ, সদস্য সচিব এ্যাড. কামরুল ইসলাম এবং সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন।
মাগুরা জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটির আহবায়ক আলী আহমেদ, যুগ্ম আহবায়ক যথাক্রমে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, এ্যাড. রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, পিকুল খান ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।