প্রতি বছরের মতো এবারো খুলনা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের নিয়ে জাকজমকপূর্ণভাবে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এবারের টুর্নামেন্টে মোট ৪টি টিম অংশ নিয়েছে। শুক্রবারের প্রথম খেলায় সকাল ৯টায় শিবসা চ্যালেঞ্জার্স বনাম কপোতাক্ষ রয়েলস একে অপরের প্রতিদ্ব›িদ্বতা করবে। এছাড়া দুপুর ২টায় রূপসা রাইডার্স বনাম ভৈরব কিংস এক অপরের মুখোমুখি হবে।
এর আগে টুর্নামেন্টের লিগ পর্যায়ের প্রথম খেলা বুধবার (২২ জানুয়ারি) নগরীর খালিশপুর প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন।
লিগ পর্যায়ের প্রথম খেলায় শিবসা চ্যালেঞ্জার্স ৬ উইকেটে রূপসা রাইডার্স দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রূপসা রাইডার্স দল নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান করে। দলের পক্ষে মারুফ মিনা ৬১ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শিবসা চ্যালেঞ্জার্স ১৭ ওভারে জয়ের দেখা পায়। বিজয়ী দলের পক্ষে দীপংকর রায় ৫১ বলে সর্বোচ্চ ৪০ রান করনে। বিজয়ী দলের মো. হেদায়েৎ হোসেন মোল্লা ৫ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
এছাড়া টুর্নামেন্টের লিগ পর্যায়ের দ্বিতীয় খেলা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)নগরীর সিএন্ডবি কলোনী মাঠে অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ রয়েলস বনাম ভৈরব কিংস এর মধ্যকার এই খেলায় ভৈরব কিংস ৯ উইকেটের সহজ জয় পায়। কপোতাক্ষ রয়েলস দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। দলের পক্ষে শেখ আজিজুর রহমান (তন্ময়) ৫৬ বলে সর্বোচ্চ ৯১ রান করেন। ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভৈরব কিংস দল মাত্র ১২.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের দেখা পায়। বিজয়ী দলের পক্ষে আরাফাত হোসেন অনিক ৩৯ বলে অপরাজিত ৭৩ রান করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।