খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (একক) প্রতিযোগিতা-২০২৪’ আজ শনিবার (২ নভেম্বর) সকালে শুরু হয়েছে। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপপরিষদের আহবায়ক এম এ হাসান এবং পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ মিলন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নুর, এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, ক্লাবের সদস্য মাসুদুর রহমান রানা, মো. রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, আতিয়ার পারভেজ, মোঃ মাকসুদুর রহমান মাকসুদ, নুরুল হাসান লিটু, এজাজ আলী, বেল্লাল হোসেন সজল, শেখ জাহিদুল ইসলাম, নাজমুল হাসান, অস্থায়ী সদস্য বশির হোসেন, আরাফাত হোসেন অনিক, মো. রফিক আলী ও সাংবাদিক শেখ নুরুজ্জামান, এস এম মাহাবুবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনের খেলায় আরাফাত হোসেন অনিক ২-০ সেটে শেখ জাহিদুল ইসলামকে পরাজিত করেন। এছাড়া অপর খেলায় বশির হোসেন ২-০ সেটে মোঃ নাজমুল হাসানকে পরাজিত করেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন খুলনা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মিলন ও সদস্য নুরুল হাসান লিটু।
আগামীকাল ৩ নভেম্বর রবিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় প্রথম খেলায় কলিন হোসেন আরজু বনাম রফিউল ইসলাম টুটুল এবং বেলা সাড়ে ১২টায় হেদায়েৎ হোসেন মোল্লা বনাম মাকসুদুর রহমান মাকসুদ একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।