খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসন ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়
সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ।শিগগিরই একটি সার্চ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। এই অন্তর্বর্তী সময়ে, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব প্রদান করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ কুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত পুনরায় চালু করতে সহায়ক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।