খুলনার বটিয়াঘাটায় শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বটিয়াঘাটা উপজেলা সেন্ট্রাল মাঠে বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের আয়োজনে ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন- স্কাউটার জনাব মোঃ মাহমুদ হোসেন
কোষাধ্যক্ষ,বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার; স্কাউটার জনাব শংকর কুমার সানা
ডি.আর.এস.এল, বাংলাদেশ স্কাউটস,খুলনা জেলা রোভার। আরো উপস্থিত ছিলেন
স্কাউটার জনাব রেহেনা খাতুন,যুগ্ম-সম্পাদক
বাংলাদেশ স্কাউটস,খুলনা জেলা রোভার; স্কাউটার জনাব ডাক্তার সুরাইয়া দিবা
আরএসএল; সৈয়দ আরশাদ আলি, সবুরুনেছা মহিলা কলেজ গার্ল-ইন-রোভার গ্রুপ; স্কাউটার জনাব বানী আরএসএল
এল বি কে মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ; স্কাউটার জনাব নাসরুল্লাহ নাহিদ
আর এস এল,সুন্দরবন মুক্ত রোভার স্কাউট গ্রুপ,খুলনা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।