খুলনা জেলায় আজ (বৃহস্পতিবার) ছয় হাজার একশত ৮৯ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার তিনশত ৫৯ এবং মহিলা দুই হাজার আটশত ৩০ জন। এ পর্যন্ত দুই লাখ ছয় হাজার সাতশত ২৫ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
আজ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চার হাজার চারশত ৪৮ জন এবং নয়টি উপজেলায় মোট এক হাজার সাতশত ৪১ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে একশত ৯৪ জন, বটিয়াঘাটা একশত ১৬ জন, দিঘলিয়ায় একশত ৪১ জন, ডুমুরিয়ায় দুইশত ৯৩ জন, ফুলতলায় একশত ৭৮ জন, কয়রায় দুইশত ৪৬ জন, পাইকগাছায় একশত দুই জন, রূপসায় একশত ৭০ জন এবং তেরখাদায় তিনশত এক জন টিকা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার মহানগরের তিনটি হাসপাতালে আটশত ২৫ জন এবং খুলনা জেলার নয়টি উপজেলায় তিন হাজার পাঁচশত ৮৭ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।