দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের ৭৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৪৮টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। আর সাধারণ কেন্দ্র রয়েছে ২৪৫টি। শনিবার (৬ জানুয়ারি) খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নানা দিক বিবেচনায় এবার ভোটকেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ এবং সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নগরের ৪ জন এবং উপজেলার ৩ জন করে পুলিশ থাকবে। সাধারণ কেন্দ্রে নগরে ৩ জন এবং উপজেলায় ২ জন করে থাকবে। এছাড়া প্রতি কেন্দ্র স্বশস্ত্র আনসার থাকবে ২ জন এবং সাধারণ আনসার সদস্য থাকবে ১০ জন করে।
এদিকে শনিবার দুপুর ১২টা থেকে খুলনা সার্কিট হাউস থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়েছে। তবে শনিবার দিবাগত ভোর রাত থেকে কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ করা হবে। তবে দূরবর্তী ও নদীবর্তী এলাকায় আজ দুপুর থেকেই ব্যালট পেপার প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন।
তিনি জানান, ভোট চলাকালে ভারতের নির্বাচন কমিশনের প্রিন্সিপ্যাল সেক্রেটারি এম ডি ওমর একটি আসনের ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। দেশী ১২টি বেসরকারি সংস্থার ১১৫ জন পর্যবেক্ষক থাকবে।
রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ভোটের মাঠে পুলিশ ৫ হাজার ২২৫ জন, আনসার ৯ হাজার ৫১৬জন, ৯৬ জন র্যাব, ১৯ প্লাটুন বিজিবি, ৬০০ সেনাবাহিনী, ৫৯৬ জন কোস্টগার্ড, ১৩ জন নৌ পুলিশ, ৬৪৬ জন দফাদার ও মহল্লাদার, ৭২ জন ব্যাটালিয়ান আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। ভোটের মাঠে ৪৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। আছেন ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
তিনি জানান, খুলনার ৬টি আসনে মোট প্রার্থী রয়েছেন ৩৯ জন। এর মধ্যে ১১টি দলের ২৯ জন প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী ১০ জন। এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছে ১৯ লাখ ৯৯ হাজার ৮৮২ জন। পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ জন এবং নারী ভোটার ৯ লাখ ৯৯ হাজার ৭৯৮ জন। খুলনার ৬টি আসনে ৭৯৩টি ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৭২০টি ভোটকক্ষ রয়েছে।