রাতে অফিস করতে অস্বীকৃতি জানানোয় খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. ইকবাল হোসেনকে বেধড়ক মারধরের ঘটনায় মহারাজপুর ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এর আগে ইউপি সচিব ইকবাল হোসেন বাদী হয়ে সোমবার সকালে কয়রা থানায় মামলা দায়ের করেন। মামলায় চেয়ারম্যানসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, আহত ইউপি সচিব মো. ইকবাল হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ২১ মার্চ দিনগত রাতে মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ইকবাল হোসেনকে বেধড়ক মারধর করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ইউপি চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তার দাবিতে গত ২৩ মার্চ দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির জেলা শাখার নেতারা। একইসঙ্গে ইউপি সচিবরা কর্মবিরতির কর্মসূচিও পালন করেছিল খুলনার ৬৮টি ইউনিয়নে।
পি এস/এন আই