খুলনায় হাতবোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারে দত্ত জুয়েলার্সে এ ঘটনা ঘটে।সময় ডাকাতরা নগদ দুই লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পুলিশ এ ঘটনায় ফুলতলা এলাকা থেকে একজনকে আটক করেছে।দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত জানান, চার ব্যক্তি তার স্বর্ণের দোকানে ঢুকে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক, হাতে পিস্তল ও চাপাতি ছিল।দোকানে ঢুকে তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্লাস ভেঙে পাঁচ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী জানান, চার ব্যক্তি একটি মাইক্রোবাসযোগে মহেশ্বরপাশা কালিবাড়ী বাজারে ঢুকে।এ সময় তারা বাজারে দত্ত জুয়েলার্সে গিয়ে দোকান মালিক উত্তম দত্তকে জিমি করে নগদ দুই লাখ ও পাঁচ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনা শুনে ওই মাইক্রোবাসের পিছু নেয়। ঘটনাস্থল থেকে তিনজন পালিয়ে গেলেও পুলিশ এক ব্যক্তিকে আটক ও মাইক্রোবাস ফুলতলা থেকে জব্দ করে। দস্যুতার সময় তারা কালিবাড়ী বাজারে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। আটক ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
Leave a comment
সর্বশেষ
- Advertisement -