খুলনার মুজগুন্নী এলাকায় আজ বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সন্ত্রাসীদের গুলিতে মোল্যা জুলকার নাঈম মুন্না (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে।নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুন্না (৩৮) দীঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামের সোহরাব মোল্যার ছেলে। সে সেনহাটি বাজার কমিটির সেক্রেটারি ছিল। গত প্রায় এক বছর ধরে মুজগুন্নি কাজী বাড়ি নানা বাড়িতে থাকতেন মুন্না।
নিহতের মামা রিয়াজ বলেন, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় সে। রাত সাড়ে ৮ টার দিকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওই সময়ে মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে পৌছালে সামনে থেকে আসা দু’জন যুবক খুব কাছ থেকে গুলি করে। এসময় একটি গুলি তার বাম চোয়ালে লাগে। ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে। এরপর জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য পরপর দুইটি গুলি ছোড়ে। মৃত্যু নিশ্চিত করে দুবৃত্তরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।
পুলিশ জানায়, জুলকার নাঈম মুন্না ওরফে মারজান আলোচিত খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চেয়ারম্যান হালিম গাজী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
খালিশপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিতাই কুন্ডু জানান, রাত সাড়ে ৮টার দিকে মুজগুন্নি বাসস্ট্যান্ডে পৌঁছলে মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে খুব কাছ থেকে গুলি করে।
পি এস/এন আই