খুলনার শেখ বাড়ির তিন তলা ভবন বুলডোজার নিয়ে ভেঙে দিয়েছে ছাত্র-জনতা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচিতে নগরীর শের-ই-বাংলা রোডের শেখ বাড়ির এ ভবনটি গুড়িয়ে দেয়া হয়।
ছাত্র-জনতার ঘোষণা অনুযায়ী রাত ৮টা ৪০ মিনিটে নগরীর পাওয়ার হাউজ মোড়ের শের-ই-বাংলা রোডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাত ভাইদের শেখ বাড়ির সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। প্রথমে একটি বুলডোজার বাড়ির মধ্যে নিয়ে আসে আন্দোলনকারীরা। পরে বড় আরও একটি বুলডোজারের মাধ্যমে তিন তলার ভবনটি ভাঙ্গতে শুরু করে। ছাত্র-জনতা পুরো বিল্ডিংটির অবকাঠামোই ভেঙে ফেলে।
শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন, শেখ সালাহউদ্দীন জুয়েল, শেখ সোহেল উদ্দীন, শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলাল উদ্দীন বাবু খুলনার এই বাড়িতে থাকতেন। খুলনা, বাগেরহাট, যশোর ও সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের রাজনীতি সব ধরনের ব্যবসা ও বদলী শেখ বাড়ি থেকে নিয়ন্ত্রিত হতো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ০৫ অগাস্ট এই শেখ বাড়ি ভাংচুর করে আগুন দেয়া হয়েছিল।