আজ থেকে খুলনায় শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বয়রায় অবস্থিত বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার বিকেলেত বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এর আগে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং স্বাগত বক্তৃতা করেন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও খুলনা বিভাগীয় গণগ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান।
এসময় বক্তারা বলেন, দিন দিন ছেলে মেয়েরা পাঠ্যবইয়ের বাইরে অন্য বই পড়ার আগ্রহ হারাচ্ছে। এতে করে অনেক নৈতিকতা শিশুদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। তাই তাদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বই পড়ার প্রতি দৃষ্টি দিতে হবে। এজন্য বাবা-মাকে প্রধান দায়িত্ব পালন করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজের সচেতন মানুষেরও দায়িত্ব রয়েছে।
বক্তারা আরও বলেন, ইন্টারনেটের মাধ্যমে শিশুরা নানা কিছু জানতে পারছে কিন্তু বাইয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে।
অনুষ্ঠানে বক্তারা জানান, এবছর মেলায় ১০০টি স্টলের মধ্যে ৮৫টি বইয়ের স্টল ও ১৫টি ক্ষুদ্র ও কুটির শিল্প এবং খাবারের স্টল রয়েছে। এছাড়া আছে কবি-সাহিত্যিকদের আড্ডাস্থল লেখককুঞ্জ ও সাংবাদিকদের জন্য মিডিয়া স্টল। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসি ক্যামেরায় নজর রাখার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। উল্লেখ্য, এবারের মেলায় আকর্ষণ হিসেবে থাকবে জুলাই-আগস্ট মঞ্চ। সেইসঙ্গে প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠানের জন্য আছে মূলমঞ্চ। যেখানে মাসব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এসআর/পিএস