তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ (বৃহস্পতিবার) খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশ এক বিপ্লবোত্তর ক্রান্তিকাল অতিক্রম করছে। এসময় গুজব ও অপতথ্য বিস্তারের চেষ্টা দৃশ্যমান। সরকারি দপ্তরগুলোর সাথে গণমাধ্যমের সুসম্পর্ক থাকা প্রয়োজন। পেশাগত কাজের ক্ষেত্রে সাংবাদিকরা যেন সরকারি দপ্তর থেকে সহজে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তথ্য অফিসগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ে আজকের এই কর্মশালা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্ত খুলনা বিভাগে অবস্থিত বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের জন্য অনেক গুরুত্ববহ। আইন জানলে নিজের জীবনে আইন মেনে চলার সুযোগ সৃষ্টি হয়, আবার দাপ্তরিক কাজেও দক্ষতা বাড়ে
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ফারাহ শাম্মী। কর্মশালায় উচ্চ আদালত ও অধস্তন আদালতে মামলা পরিচালনায় প্রাসঙ্গিক আইন ও কৌশল বিষয়ক আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোঃ মাসুদ পারভেজ, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয় এবং সার্টিফিকেট কেস পরিচালনা বিষয়ে আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূর্সিয়া কমল ও মামলা সংক্রান্ত নোটিশ প্রাপ্তির পর করণীয় সম্পর্কিত আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মোতালেব হোসাইন। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন খুলনা বিভাগের তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের, আঞ্চলিক ও জেলা কার্যালয়সমূহে কর্মরত ৩৫ জন কর্মকর্তা অংশ নেন।