বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা জেলা কার্যালয় কতৃক ১১ নভেম্বর ২০২৪ তারিখ খুলনা জেলার সোনাডাঙ্গা থানায় ভোক্তা অধিকারের তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। অভিযানকালে খুলানার সোনাডাঙ্গা থানার বয়রা বাজার এলাকায় ঔষধ, মুরগি, ডিমের ও নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজার দর যাচাই করা হয়। এসময় আর, কে মেডিকেল হল -কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়, সন্ধানী মেডিকেল হল -কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং একই অপরাধে মেসার্স সাজু ফার্মেসী-কে ৫,৫০০/- এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মোল্লা স্টোর ও মিন্টুর দোকান-কে যথাক্রমে ২,০০০/- ও ৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগী কার্যালয়ের সহকারী পরিচালক(মেট্রো) জনাব শরীফা সুলতানা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব, ক্যাব সদস্য জনাব জেড এন সুমন ও আনসার সদস্যবৃন্দ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।