‘শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বুধবার) খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুশ্রম নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। সংবিধানে শিশুসহ সকল নাগরিকের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সরকার জাতীয় শিশুনীতি-২০১১ ও শিশু আইন-২০১৩ প্রণয়ন করেছে। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিশুশ্রম নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এক সাথে কাজ করতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ মালিক-শ্রমিক পক্ষের প্রতিনিধিরা বক্তৃতা করেন এবং শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন।
এর আগে দিবসটি উপলক্ষে খুলনার বিভাগীয় শ্রম দপ্তর চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন