খুলনা নগরীতে বাটার শো রুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাংচুর ও লুটপাটের ঘটনায় বাটার লুটের জুতাসহ আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করে।
এসময় আটককৃতদের কাছ থেকে বাটার লুট হওয়া ৩ জোড়া জুতা এবং ১ টি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বৈশ্বিক হরতালের সমর্থনে গত ৭ এপ্রিল সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ের কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে। ওই সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শোরুম ভাংচুর করে ও জুতা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশী অভিযান পরিচালনা করে গতকাল (৮ এপ্রিল) সকাল পর্যন্ত ৩১ জনকে আটক করে।
হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে আরও ৫ জন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যান্যদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।