গাজা উপত্যকায় ইসরায়েলের নির্মম হামলার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে খুলনা। সোমবার (৭ এপ্রিল) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে হাজারো মানুষ জড়ো হয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থী, ধর্মপ্রাণ জনতা এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ডাক।
সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। তারা দাবি জানান, ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে একযোগে সোচ্চার হতে হবে। বক্তারা বলেন, “শিশু, নারী, বৃদ্ধ—কেউই রেহাই পাচ্ছে না। অথচ জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা নিরব দর্শকের ভূমিকায়।
বক্তারা আরও বলেন, “ইসরায়েলি আগ্রাসন শুধু ফিলিস্তিনের ওপর নয়, এটি বিশ্ব মানবতার ওপর চরম আঘাত। মুসলিম উম্মাহর উচিত এখনই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা।”