খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা।
শনিবার (৪ মার্চ) বিএমএ ভবনে চিকিৎসক ও আওয়ামী লীগ নেতাদের বৈঠকের পর দুপুর থেকে কর্ম বিরতি তুলে নেওয়া হয়। বিএমএ খুলনার সভাপতি শেখ বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন চিকিৎসক নেতারা।