রোজ সোমবার সারাদিন ব্যাপী নগরীর রুপসায় কারিতাস অডিটোরিয়ামে খুলনা শহর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজিত ফ্যাসিলিটেটরদের জন্য ফাউন্ডেশন ট্রেনিং অনুষ্ঠিত হয়।
৬১ জন সহয়তাকারী ৪ টা ক্যাটাগরি এর সহয়তাকারী ( L R সহয়তাকারী, TVET সহয়তাকারী, wash সহয়তাকারী, sponsorship সহয়তাকারী)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাজ উইলিয়াম রোজারিত্ত, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন কোস্টাল এন্ড রিভার বেক্সিন ক্লাষ্টার। ফুলি সরকার সিনিয়র ম্যানেজার খুলনা এরিয়া কোর্ডিনেশন অফিস। সুরভী বিশ্বাস এপি ম্যানেজার খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-০২।
এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার, জুনিয়র প্রোগ্রাম অফিসার গণ,স্পন্সার শিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার, সিস্টেম সাপোর্ট অফিসার, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার, ফিল্ড পিপলস এন্ড কালচার বিজনেস পার্টনার।
উক্ত অনুষ্ঠানে আলোচ্যচ্য বিষয়সমূহঃ ওয়ার্ল্ড ভিশনের পরিচিতি, মূল্যবোধ, লক্ষ্য,মিশন, ভিশন, কৌশলগত উদ্দেশ্য, অর্থ বছর ২০২৫ এর কার্যসমূহ, ওয়ার্ল্ড ভিশনের টেকনিকেল প্রোগ্রাম সমূহ, নগর উন্নয়নের পদক্ষেপ সমূহ, শিশু রক্ষা নীতিমালা ও ইত্যাদি।