খুলনা শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে বাটা, কেএফসি ও ডমিনো’স পিৎজায় সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানায় দায়েরকৃত এসব মামলায় অজ্ঞাত প্রায় ২ হাজার ৯০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় একটি বিক্ষোভ কর্মসূচির সুযোগ নিয়ে একদল দুষ্কৃতকারী তিনটি প্রতিষ্ঠানেই হামলা চালায়। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্যাশ ও পণ্যসামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে।প্রতিষ্ঠানগুলোর দায়িত্বরত ব্যবস্থাপকরা এ ঘটনায় পৃথক মামলা করেছেন। বাটা শোরুমের মামলায় ১২০০ থেকে ১৩০০ জন, কেএফসির মামলায় ৭০০ থেকে ৮০০ জন এবং ডমিনো’স পিৎজার মামলায় আরও ৭০০ থেকে ৮০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের শনাক্তের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে আটক ৩১ জনকে গ্রেপ্তার দেখিয়ে মামলার আওতায় আনা হচ্ছে।পুলিশের ভাষ্যমতে, তিনটি প্রতিষ্ঠানে একযোগে চালানো এই ধ্বংসযজ্ঞ পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হচ্ছে।