মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। নগরীকে মাদকমুক্ত করতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। এরই অংশ হিসেবে ১৪ এপ্রিল ২০২৫ তারিখ বিকেলে খুলনার লবণচরা থানাধীন এলাকায় এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানাধীন “মা মটরস” মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে আব্দুল খালেক (২২) নামে এক যুবককে হাতে-নাতে গ্রেফতার করে। আটক আব্দুল খালেক লবণচরার নিজখামার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ শাহাবুদ্দিন খান।
গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে স্থানীয়ভাবে মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেএমপির পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত খুলনা গড়ে তুলতে তাদের অভিযান আরও জোরদার করা হবে।