নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ১ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে মাসব্যাপী একুশে বইমেলার পর্দা উঠছে। করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় দীর্ঘদিন পর এবারেই বড় পরিসরে হচ্ছে আয়োজন। যথারীতি লেখক-পাঠক ও দর্শনার্থীদের মাসব্যাপী মিলনমেলা বসবে নগরীর বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে।
আগামীকাল বুধবার বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম।
অর্থ ও স্টল বরাদ্দ উপ-কমিটির সদস্য খুলনা সাহিত্য সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম রয়েল জানান, ইতোমধ্যে শতাধিক স্টলের সবগুলোই বরাদ্দ সম্পন্ন হয়েছে। এরমধ্যে ৬৫টি বইয়ের স্টল, সরকারি দপ্তরের জন্যে ৫টি, নগর যুবলীগের তিনটি, খাবারের দোকান ৭টি এবং ১০টি প্রকাশনীসহ অন্যান্য স্টল থাকবে। মহামারী করোনা পরিস্থিতির পর এবারেই খুলনা অঞ্চলে কবি-সাহ্যিতিক-লেখক-পাঠক ও দর্শনার্থীদের সর্ববৃহৎ মিলনমেলা বসবে বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে।
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান সময়ের খবরকে বলেন, করোনা পরিস্থিতির পর এবারেই বড় পরিসরে আয়োজন করছি। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নগরীর বয়রাস্থ সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে একুশে বইমেলা চলবে। প্রত্যেকদিন বিকেলে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনে সবান্ধবে আমন্ত্রিত খুলনাবাসী।
Leave a comment