খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাকে স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব নগরী করা হবে। খুলনায় বিনোদণ বা মনোবিকাশের জন্য কোন পার্ক ছিলো না। আমি মেয়র নির্বাচিত হওয়ার পরে ময়ূর নদীর তীরে মনোরম পার্ক স্থাপন করেছি। এ ছাড়া শহিদ হাদিস পার্ক, গোলকমনি শিশুপার্ক, জাতিসংঘ শিশু পার্ক, খালিশপুরে ওয়ান্ডারল্যান্ড পার্কসহ বিভিন্ন অব্যবহার্য স্থানকে আধুনিকায়ন করে নগরবাসীর ঘোরা ফেরা এবং মনোবিকাশের জন্য পার্ক করে দিয়েছি। ইনশাআলাহ আমি নির্বাচিত হলে খুলনায় বৃহৎ আকারে পার্ক, সাংস্কৃতিক ও সাহিত্য কেন্দ্র করা হবে। যেখানে আগামী প্রজন্মসহ সকল শ্রেণি পেশার মানুষ স্বস্তির জন্য আসতে পারবে।
বুধবার রাইজিং সান হেলথ ক্লাবের সাথে শহিদ হাদিস পার্কে সকাল সাড়ে ৭টায়, ২৮নং ওয়ার্ডের সেন্ট্রাল রোডে, কালিবাড়ি ও ২৯নং ওয়ার্ডে, জাকের পার্টি ও বিএমএ ভবনে স্বাচিপের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, এমডিএ বাবুল রানা, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন বাচ্চু, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মফিদুল ইসলাম টুটুল, অধ্যাপক আব্দুর রউফ, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এড. শামীম মোশাররফ, আযম খান, মোঃ সফিকুর রহমান পলাশ, স্বাচিপের সভাপতি ডা. শামছুল আহসান, সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ, মোলা আব্দুল হাই, এড. তারিক মাহমুদ তারা, খান সাইফুল ইসলাম, মোঃ সফিকুর রহমান শফি, অসীম আনন্দ দাস, আব্দুর রহীম, কবীর হোসেন মৃধা, সুশান্ত রায়, অধ্যক্ষ খালিদ হোসেন, মোলা মফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নাগরিক ও দলের নেতা-কর্মী।
Leave a comment