খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) রঙিন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। শনিবার সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
উৎসবের সূচনা হয় ‘এসো হে বৈশাখ’ গানের সুরে বর্ষবরণ দিয়ে। সকাল ১০টা ৩০ মিনিটে কেন্দ্রীয় মাঠে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সম্মিলনের প্রতিচ্ছবি খুলনা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, নববর্ষ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ নূর আলম এবং সদস্য সচিব প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।উদ্বোধনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মুখোশ, আলপনা, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী কারুকার্যে সাজানো এ শোভাযাত্রা ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে দেয় নববর্ষের উচ্ছ্বাস।কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলায় শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি পিঠা-পুলি, হস্তশিল্প ও পণ্যের স্টল ছিল দারুণ আকর্ষণীয়। শিশুদের জন্য ছিল নাগরদোলা ও ম্যাজিক শো।
বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা, নৃত্য ও নাটকের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাংলা সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরে।সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।