বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। রোববার রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। সেখানে চিকিৎসকরা মতামত দেন, তিনি কেবিনে থাকলে পরিবারের সদস্যদের বেশি সেবা পাবেন। এ ছাড়া তার শারীরিক দুর্বলতা ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন চিকিৎসকরা। এর পরই তাকে কেবিনে স্থানান্তর করা হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
রাত সাড়ে ৮টায় খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের সুপারিশে কেবিনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। গণমাধ্যমকে তিনি বলেন, কেবিনে সিসিইউর সকল সুবিধা রাখা হয়েছে এবং সিসিইউর নার্সরা কেবিনে তার সেবায় নিয়োজিত আছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। সব প্যারামিটার আগের মতোই ওঠানামা করছে।
খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর এভারকেয়ারে ভর্তি করা হয়। ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম তাকে চিকিৎসাসেবা দিচ্ছে। ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস ছাড়াও অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
পিএসএন/এমআই