চুলে যদি জট পাকে, ভঙ্গুরতা আর মলিনভাব দেখা দেয়, তবে বুঝতে যত্নের প্রয়োজন রয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তুলতে প্রোটিন নাকি ময়েশ্চারাইজার প্রয়োজন সেটার জন্য কিছুটা গোয়ান্দাগীরী ফলানোর প্রয়োজন পড়বে।
যেভাবে বোঝা যায় চুলের দরকার প্রোটিন
নিস্তেজ লাগা, নুডুলসের মতো আঠালোভাব হওয়া, সহজেই ভেঙে যাওয়া বা রং না ধরা- এগুলো হল চুলে প্রোটিনের প্রয়োজনীয়তার পরিষ্কার লক্ষণ।
“এই ক্ষেত্রে প্রোটিন সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করা হবে উপকারী” পরামর্শ দেন মার্কিন ব্র্যান্ড ‘ভিঅ্যান্ডকো. বিউটির’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং নিউ ইয়র্ক’য়ের মাথার ত্বক ও কেশ বিশেষজ্ঞ সোফিয়া ইমানুয়েল।
রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি জানান- রাসায়নিক পদার্থ দিয়ে চুল সজ্জা করা, যেমন- রং, ব্লিচ, স্ট্রেইট বা ঢেউ খেলানো এবং তাপীয় যন্ত্র বেশি ব্যবহার করলে চুলে প্রোটিনের ক্ষয় হয়।
প্রোটিন যেভাবে উপকার করে
ইমানুয়েল বলেন, “বিভিন্ন ধরনের প্রোটিন, যেমন- গম, কেরাটিন, সিল্ক এবং পেপটাইডস- চুলের ক্ষতি সারাতে সাহায্য করে।”
প্রোটিন যুক্ত হয়ে চুলের কাঠামো শক্ত করে এবং স্থীতিস্থাপকতা বাড়ায়।
বেশি প্রোটিন পেলে যা হয়
যদিও চুলের ক্ষতি সারাতে প্রোটিন-যুক্ত প্রসাধনী ব্যবহার করা উপকারী। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।
একই প্রতিবেদনে ফ্লোরিডা’র ‘এলএএইচএইচ স্যালন’য়ের কর্ণধার ও কেশসজ্জাকর এমিলি স্যাফরান ওয়ান্ডস বলেন, “অতিরিক্ত প্রোটিন চুল গেলে দেখা দেয় শুষ্কতা ও ভঙ্গুরতা। ফলে উপকারের পরিবর্তে অপকারী হয়। ক্ষতি হয় চুলের।”
ইমানুয়েল আরও যুক্ত করেন, “আর এই সমস্যা তখনই হয় যখন তাপের মাধ্যমে দুই স্তরের ‘প্রোটিন ট্রিটমেনট’ করা হয়।”
চুলে ময়েশ্চারাইজার প্রয়োজন বোঝার পন্থা
“চুল দেখতে শুষ্ক লাগা হল প্রধান লক্ষণ”- মন্তব্য করেন হলিউড’য়ের সুখ্যাত কেশ পরিচর্যাকর মার্কো পলুসি।
পাশাপাশি মনে হতে পরে চুল ভেঙে যাচ্ছে। আর আগার দিকে ছাড়া ছাড়া ভাব হবে। আর আঁচড়ালে পটপট শব্দ হতে পারে, যাকে বলে ‘স্ট্যাটিকি’। অর্থাৎ স্থির বিদ্যুৎ উৎপন্ন হতে পারে।
এই কেশ-বিশেষজ্ঞ আরও বলেন, “সত্যি বলতে সব চুলেই আর্দ্রতা বা ময়েশ্চারাইজার প্রয়োজন, যদি না আপনার চুল তৈলাক্ত হয়।”
যখন ময়েশ্চারাইজার ব্যবহার করা হবে তখন চুলের সাধারণ যত্ন নেওয়া সহজ হবে, যেমন- চুল আঁচড়ানো বা কোনো স্টাইল করা।
এর মানে হল চুলে যেমন প্রোটিন প্রয়োজন তেমনি দরকার ময়েশ্চারাইজার। তাই দুই ধরনের পরিচর্যাই প্রয়োজন পড়বে চুলে।