দেশের অভ্যন্তরে ১০টি অঞ্চলে ক্রিপ্টো মাইনিংয়ের ওপর ৬ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।
দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস প্রতিবেদনে লিখেছে, এ নিষেধাজ্ঞার পেছনে প্রাথমিক কারণ হিসাবে শিল্পের জন্য উচ্চ বিদ্যুৎ ব্যবহারের হারকে উল্লেখ করেছে দেশটি।
ক্রিপ্টো মাইনিং হচ্ছে এমন এক সিস্টেম, যেটি ব্লকচেইন নেটওয়ার্ক বিশেষ করে বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সির লেনদেনে ব্যবহৃত হয়। একে মাইনিং বলার কারণ, এ প্রক্রিয়াটির মাধ্যমে নতুন মুদ্রা পাওয়া যায়। তবে, এজন্য অনেক বেশি কম্পিউটিং শক্তির প্রয়োজন। ফলে বিদ্যুৎও লাগে বেশি।
দেশটির মন্ত্রীপরিষদের সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে তাস বলেছে, এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে এবং শেষ হবে ২০৩১ সালের ১৫ মার্চ।
এ বছরের জুলাইয়ে ক্রিপ্টো মাইনিংয়ে বৈধতা দেয় রাশিয়া। এ আইনটি কার্যকর হয়েছে গত মাসে। অভ্যন্তরীণভাবে নিয়মিত অর্থ লেনদেনের জন্য বৈধ মুদ্রা হিসাবে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিষিদ্ধ ছিল রাশিয়ায়।
তবে ইউক্রেইনে আক্রমণ করার পরে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ক্রিপ্টোর সঙ্গে আন্তঃসীমান্ত অর্থ লেনদেনের অনুমতি দিয়েছে রাশিয়া।
‘মাইনিং পুলে অংশগ্রহণসহ ডিজিটাল মুদ্রা মাইনিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে’ রাশিয়ান সরকার, যার মধ্যে রয়েছে ক্রিপ্টো মাইনারদের সমিতি ‘লুগানস্ক পিপলস রিপাবলিক’।
এ ছাড়াও, নিষেধাজ্ঞা অঞ্চলের মধ্যে রয়েছে দাগেস্তান, ইঙ্গুশেতিয়া, কাবার্ডিনো-বলকারিয়া, কারাচে-চেরকেসিয়া, উত্তর ওশেতিয়া, চেচনিয়া, দোনেৎস্ক, জাপোরোজিয়ে ও খেরসন।