অপরাধীরা ২০২১ সালে ক্রিপ্টোকারেন্সিতে পাচার করেছে ৮.৬ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি। ব্লকচেইন ডেটা কোম্পানি চেইনালাইসিসের বুধবার প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। কোম্পানিটি আরও জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি পাচারে অপরাধীদের ব্যবহৃত সেবা প্রতিষ্ঠানের ওপর অভিযান চালিয়ে পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে আনতে পারে।
কোম্পানিটি এর আগে জানিয়েছিল, ২০২১ সালে অপরাধীরা ক্রিপ্টোকারেন্সিতে ১৪ বিলিয়ন ডলার হাতে পেয়েছে। চেইনালাইসিস জানিয়েছে, তারা র্যানসমওয়্যার হামলাকারী, ম্যালওয়্যার পরিচালনাকারী, স্ক্যামার, মানব পাচারকারী, ডার্ক নেট মার্কেট অপারেটর ও সন্ত্রাসী গ্রুপের মতো অপরাধীদের নিয়ন্ত্রণে থাকা ক্রিপ্টেকারেন্সি ওয়ালেট ট্র্যাক করেছে। অপরাধ কার্যক্রমের সাথে জড়িত ঠিকানা থেকে ক্রিপ্টোকারেন্সির প্রবাহ অনুসরণ করে চেইনালাইসিস পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সির পরিমাণ জানতে পেরেছে।
তারা জানিয়েছে, অপরাধীদের পছন্দের তালিকায় থাকা সীমিত সংখ্যক সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির বেশিরভাগ অর্থ পাচার হয়ে থাকে। এসব প্রতিষ্ঠান বন্ধ করে দিলে পাচার অনেকটাই কমে আসবে। বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি অবৈধ ঠিকানা থেকে প্রতিবছর পাচার হয়। যেসব প্রতিষ্ঠান এ পাচারের সঙ্গে জড়িত তার সংখ্যা খুব কম এবং এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই পাচারের উদ্দেশে চালু করা হয়েছে বলে ধারনা চেইনালাইসিসের।
ব্রিটেনের জাতীয় অপরাধ দমন সংস্থা জানিয়েছে, আইন শৃঙ্খলাবাহিনী ক্রিপ্টোকারেন্সির পাচার বন্ধে কাজ করছে।
পিএসএন/এমআই